October 7, 2022
Tuesday, 14 June 2022 04:44

নবীগঞ্জে দিনদুপুরে মোটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিনিধি

দৈনিক নবীগঞ্জের ডাক 

নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মদিনা মসজিদের গেইটের সামন থেকে সোমবার (১৩ জুন) দিনদুপুরে একটি ডিসকোভার মটর সাইকেল চুরি হয়েছে। সাইকেল মালিক পৌর শহরের পিরিজপুর গ্রামের আব্দুল মন্নান ঠিকাদার এ ব্যাপারে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। সুত্রে জানা যায়, ঠিকাদার আব্দুল মন্নান সোমবার বিকালে শহরের মদিনা মসজিদের সামনে মোটর সাইকেল রেখে আছরের নামাজ পড়তে যান। নামাজ শেষে এসে দেখেন তার সাইকেলটি নাই। অনেক খোজাখুজি করে না পেয়ে থানায় অভিযোগ করেন। চুরিকৃত মোটর সাইকেল রেজিঃ নং সিলেট-হ-১২-৭৬০৩, চেসিস নং এম.ডি.২.ডি.এস.জেড.জেড.পি.সি.এইচ-৭০০৮৭, ইঞ্জিন নং ডি.এস.জি.বি.পি এইচ-৭১৪৮৯। দিন দুপুরে শহর থেকে মটর সাইকেল চুরির ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular