March 25, 2023
Thursday, 12 January 2023 07:08

যুক্তরাজ্য এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন মাহতাব মিয়া চেয়ারম্যান ও আব্দুল হাই সম্পাদক নির্বাচিত

✍ নিজেস্ব প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ উন্নয়ন মূলক সংগঠন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্যে প্রবাসীরা দেশ মাতৃকার টানে এলাকার আর্থ সামাজিক ও শিক্ষার মান উন্নয়নকল্পে একটি শিক্ষিত জনপদ গঠনের স্বপ্ন নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু করেছিল নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে।  দীর্ঘ পরিক্রমায় সকল ট্রাষ্টির অর্থায়নে নবীগঞ্জ শহরের  ওসমানী রোডস্থ ২কোটি টাকার প্রজেক্ট হাতে নিয়ে তারা নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করে  এলাকার লোকজনকে বহিঃ বিশ্বের তথ্য পুযক্তির যুগে পিছিয়ে থাকা এলাকার তরুন,বেকার, শিক্ষিত যুব সমাজকে বিনামূল্য উন্নত প্রযুক্তির ট্রেনিং করার জন্য নবীগঞ্জে আই সিটি ইন্সটিটিউট স্থাপন করে ভূমিকা রাখছেন।  যুক্তরাজ্যের এই অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বার্মিংহামে। বৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী নবীগঞ্জ বাসী ও ট্রাস্টের লোকজনের উপস্থিতিতে বার্মিংহামে একটি হলে প্রথম পর্বের নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের বিজিএম সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি মুজাহিদ মিয়া মোতাহিরের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুস শহীদের পরিচালনায় বিগত বছরের ট্রাস্টের আর্থিক রিপোর্ট পেশ করেন সংগঠনের বিদায়ী কোষাধক্ষ্য মুজিবুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ফজলুর রহমান চৌধুরী এমবি, মাহবুব নুরুল ইসলাম, ফিরোজ খান, হাবিবুর রহমান রানা,শাহ আলী হায়দার, ফখরুদ্দিন, আবু সুফিয়ান, জাবেদ হোসেন শাহ মুবাশ্বির  আলী  প্রমুখ। নির্বাচন কমিশনার আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে চেয়ারম্যান নির্বাচিত হন বিশিষ্ট শিক্ষানুরাগী মাহতাব মিয়া  প্রফেসর আব্দুল হাই সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ  নুরুল কাছ রিপন নির্বাচিত হন। নব গঠিত কমিটির  ৩৩ সদস্য কার্য নিবাহী কমিটির মাধ্যমে এলাকার দারিদ্র্য বিমোচন ও শিক্ষার মান উন্নয়নে এই ট্রাস্ট অগ্রণী ভূমিকা পালন করবে সবাই দৃঢ প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য  ২০০০ সাল থেকে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট নবীগঞ্জে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানসহ  শিক্ষা ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। এছাড়া বিভিন্ন  সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান, চিকিৎসা  ক্ষেত্রে সহযোগিতা পাশাপাশি  অসহায় ও হতদরিদ্র  মানুষের  প্রশিক্ষণের  মাধ্যমে  কর্মসংস্থানের ব্যবস্থা করে  দিয়েছে।  নবীগঞ্জ  এডুকেশন  ট্রাষ্ট  প্রতিষ্টিত হওয়ার পর থেকেই এলাকায় অসংখ্য উন্নয়ন  মূলক কর্মকাণ্ড  পরিচালনা  করে জন সাধারনের মধ্যে  প্রশংসার স্থান অর্জন করে নি্য়েছে। নর্ব নিবাচিত চেয়ারম্যান মাহতাব মিয়া জানান নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট মেগা প্রজেক্ট নিয়ে এলাকার উন্নয়ন করতে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়াও নবীগঞ্জ আইসিটি ইন্সটিটিউট ভবনে একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করার ইচ্ছে প্রকাশ করেন।   
Last modified on Thursday, 12 January 2023 07:10
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 41 সংবাদ