March 25, 2023
Thursday, 19 January 2023 04:43

নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগের রাস্তা সংস্কার 

✍ নিজেস্ব প্রতিনিধিঃ
 নবীগঞ্জে নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রাস্তা সংস্কার কাজ চলছে ।গত কয়েক দিন ধরে  কুর্শি থেকে বোরহানপুরের বাজারের সামন পর্যন্ত  এ রাস্তার সংস্কার কাজ করা হয়।
জানাযায়, নবীগঞ্জের আঞ্চলিক সড়কের কুর্শি স্ট্যান্ড থেকে নয়মৌজা যাইতে সারা রাস্তাটি ভেঙ্গে পড়ে আছে। একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানবাহন চালক, যাত্রী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পড়তে হয়।উপজেলাধীন এই রাস্তাটি সংস্কার অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। জনগণকে এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে রাস্তায় ইট বিছিয়ে ও রাবিশ দিয়ে সংস্কার করা হয়। পথচারী জুবেদ মিয়া, শিক্ষার্থী জাবের , তোফায়েল,কাওসার,সাইফুর,হামিম,রহমত আলী বলেন, রাস্তাটা যানবাহন চলাচলে একদম উপযোগী না। অটোতে এলে অনেক সময় ঝুকিতে আমাদের পড়তে হয়। বৃষ্টির দিনে এটি দিয়ে চলাচল করা যায় না।এ বিষয়ে জানতে চাইলে নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা জানান, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে । দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের  অসুবিধা  হচ্ছে সাধারন  মানুষদের। অবস্থায় থাকায় গর্ত অনেক বড় হয়ে যাচ্ছিল। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। তাই আমরা নিজ উদ্যোগে এটি সংস্কার করে মানুষের কষ্ট হালকা করার সামন্য চেষ্টা করছি।  প্রবাসী অধ্যুসিত নয়মৌজা এলাকার রাস্তাটি দ্রুত সংস্কার  কাজ করতে প্রশাসন ও প্রতিনিধিদের এই রাস্তা দ্রুত সংস্কার  করার অনুরোধ  জানান উল্লেখ্য,নয়মৌজা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের এ সংগঠনটি দীর্ঘদিন ধরে নবীগঞ্জ  উপজেলা ব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 41 সংবাদ