March 25, 2023
Thursday, 19 January 2023 14:25

নবীগঞ্জে পূর্ব শত্রুতার আক্রোশে মা হোটেলের সামনেরাতে আধারে স্লাপ চুরি 

মোঃ হাসান চৌধুরী.

বার্তা সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক। 

নবীগঞ্জ বাজারের মেসার্স মা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের ট্রেন ব্যবস্থার স্লাপ একদল দূর্বৃত্তরা  চুরি করে সরিয়ে রাতের আধারে নিয়ে যায় । এসময় চোরেরা মেমার্স মা হোটেল এন্ড সামনের ড্রেনের ৮/১০টি স্লাপ চুরি করে নিয়ে যায়। বুধবার রাতে এই চুরির ঘটনাটি ঘটে। চুরির ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন,নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মুর্শিদ সরকার,নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নজির মিয়া,কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,নবীগঞ্জ থানার এস আই অনিক,মাওলানা মোশাহিদ আলী,মা-হোটেল এন্ড রেস্টুরেন্টের কর্ণধার আনোয়ার হোসেন চৌধুরী কনু মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন,পৌরসভার সূচনা লগ্ন থেকেই আমি জনপ্রতিনিধি, কিন্তু আজ পর্যন্ত এরকম কোন ঘটনা ঘটেনি, নিশ্চয় এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। আমি এর নিন্দা জানাই, এবং দ্রুত এর সত্যতা বের হবে এবং দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হবে।
 
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 41 সংবাদ