March 25, 2023
Thursday, 26 January 2023 13:33

নবীগঞ্জে ফ্রেস গ্যাসের লিডার সোহাগের বিরোদ্ধে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগ

আলমগীর মিয়া.

ভারপ্রাপ্ত সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক।

নবীগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে নৈরাজ্য কায়েম করেছে  ফ্রেস গ্যাসের ডিলার অলিউর রহমান সোহাগ ।  তিনি প্রতি ১২কেজির বোতলে গ্যাসে  সরকারী মূল্যর চেয়ে  ২০০ থেকে ২৫০ টাকা অতিরিক্ত ধরে  নবীগঞ্জ, আজমেরীগঞ্জ, সহ জেলার প্রতিটি উপজেলায় বিক্রি করার অভিযোগ উঠেছে।   ২/ ৩ দিন গ্যাস সংকট দেখিয়ে  বেশি দামে, বিক্রি করচ্ছেন ওই ডিলার। সিন্ডিকেট বানিজ্যের কারণে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ নিয়ে চরম ভোগান্তি ও বিতর্কের যেন শেষ নেই। ডিলার ও খুচরা  মালিক পক্ষের কারসাজিতে সিলিন্ডার গ্যাস বিক্রি চলছে ইচ্ছে মত দাম বাড়িয়ে দেয়ার নোংরা খেলা। এতে করে বাধ্য হয়েই চওড়া মূল্য দিয়ে কিনতে হচ্ছে খূচরা দোকান মালিকদের। খুচরা ব্যবসায়ীরা   বেশি দামে বিক্রি করচ্ছেন জানা গেছে, ক্রেতাদের কাছ থেকে অধিক মুনাফা হাতিয়ে নিতে সরকারী-বেসরকারী কোন নির্দেশ মানছে না নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারের ফ্রেশ গ্যাসের ডিলার অলিউর রহমান সোহাগ। ফলে প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে সাধারণ ভোক্তাগণ। সিন্ডিকেট করে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্থ হচ্ছে আর লাভবান হচ্ছে গুটি কয়েকজন। সরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি ১২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ফ্রেশ গ্যাসের ডিলার নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারের রহিমা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী অলিউর রহমান সোহাগ ১৩৮০ টাকা থেকে ১৪০০ টাকা বিক্রি করছেন পাইকারি দোকানদারদের কাছে।সোহাগ গ্যাস সংকট দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।খুচরা দোকানরা বেশি দামে গ্যাস ক্রয় করলে মেমো চাইলে  সোহাগ ও তার লোকজন মেমো নাই বলে মেমো দেয় না । অলিউর রহমান সোহাগের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি  সরকার‌ী দামের চেয়ে বেশি দামে গ্যাস কিনেছি তাই বেশি দামে বিক্রি করতেছি। আইন দেখিয়ে  লাভ নাই।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ায় জানান,এলপিজি গ্যাস সরকারি মূল্যের বাহিরে এক টাকা বেশি বিক্রি করা যাবে না।যে বা যারা সরকারি আইন অমান্য করে বেশি দামে গ্যাস বিক্রি করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Last modified on Thursday, 26 January 2023 13:37
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 41 সংবাদ