March 25, 2023
Friday, 03 February 2023 13:47

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটায় লক্ষ টাকা জরিমানা

✍ নিজেস্ব প্রতিনিধিঃ

নবীগঞ্জ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় মুজ্জাকির আহমেদ  নামে ব্যক্তিকে মোবাইল কোটে এক লক্ষ টাকা জরিমানা করেছেন।গত বুধবার মোবাইল কোট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহিন দেলোয়ার জানাযায় শীত মৌসম এলে এক শ্রেনির মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা ও ইটভাটায় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। তারা মাটি মজুত করে রাখেন। এর  ধারাবাহিকতা উপজেলার ৮নং সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব। টিকাদার শেখ মোঃ শফিকুজ্জামান শিপন অভিযোগ করে বলেন সালামতপুর টু চৌশতপুর রাস্তার কাজের নিমাধীন চলাকালে অনেক ক্ষতি হয়।খবর পেয়ে গোপনসংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার। মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় তিনি বালুমহালও মাটি ব্যবস্হাপনা আইন ২১০ এর সংলিষ্ট ধারায় এক জনকে এক লক্ষ  টাকা জরিমানা করেন। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,যারা অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করবে, তাদের ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
Last modified on Friday, 03 February 2023 13:49
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 41 সংবাদ