July 1, 2022
Wednesday, 23 October 2019 13:02

নবীগঞ্জে সিএনজি চালককে কোপিয়েছে দুর্বৃত্তরা

✍ নবীগঞ্জ প্রতিনিধিনবীগঞ্জে এক সিএনজি অটোরিক্সা শ্রমিক পিয়াস মিয়াকে  দারালো অস্ত্র দিয়ে কোপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় ওই শ্রমিক কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নবীগঞ্জ শহরের সোনারখনি আইনগাঁও সিএনজি স্ট্যান্ডে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সিএনজি চালক শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায়, আইনগাঁও সিএনজি স্ট্যান্ডের গাড়ি চালক পিয়াস মিয়া বুধবার সকালে সিএনজি নিয়ে স্ট্যান্ডে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রী নামিয়ে আবার ও স্ট্যান্ডের সামনে গেলে একদল দুর্বৃত্ত তার উপর হামলা করে। দুর্বৃত্তদের হাতে থাকা দারালো অস্ত্র দিয়ে পিয়াসকে কোপালে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে য়ায়। এসময় আশপাাশের লোকজন ও অন্য শ্রমিকরা এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পর নবীগঞ্জের সিএনজি চালক শ্রমিকরা একটি প্রতিবাদ সমাবেশ করেছেন এবং মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular