July 1, 2022
Wednesday, 27 April 2022 12:53

হেরে গেলেন এমপি

✍ নিজস্ব প্রতিনিধি :

একটি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন করে হেরে গেলেন স্থানীয় সংসদ সদস্য। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন উপজেলা চেয়ারম্যান। বিজয়ী প্রার্থী পেয়েছেন ৬ ভোট, আর এমপি পেয়েছেন ৩ ভোট; অর্থাৎ অর্ধেক ভোট। ঘটনাটি খুলনা জেলার তেরখাদা উপজেলা সদরের।স্কুলটির নাম শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ম্যানেজিং কমিটির সভাপতি পদে প্রার্থী ছিলেন এমপি সালাম মূর্শেদী এবং উপজেলা চেয়ারম্যান মো.শহিদুল ইসলাম। এতে ভোটার ছিলেন মোট ৯ জন। এর মধ্যে শিক্ষক প্রতিনিধি তিনজন, দাতা সদস্য একজন এবং অভিভাবক সদস্য পাঁচজন। বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটের সময় ভোটাররা গোপনে তাঁদের মতামত দেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা চম্পা জানান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এতে উপজেলা চেয়ারম্যান ছয় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আব্দুস সালাম মূর্শেদী খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সংসদ সদস্য।

Last modified on Wednesday, 27 April 2022 13:03
Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular