Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
March 25, 2023
ছড়ার চাবুক

ছড়ার চাবুক (4)

 

অন্ধ লোক

             জুলফিকার শাহাদাৎ.

কেমন কলিকাল
কাঁঠাল গাছে খুঁজতে দেখি তাল
তালগাছে তাল ঝুলেই আছে। দেখার তো নেই চোখ
আহা! দেশজুড়ে আজ দেখছি শুধু অন্ধ কিছু লোক।

ইতিহাসের গবেট ছাত্র বিজ্ঞানে দেয় ভাষণ
যোগ্যরা রয় বাইরে তখন খোঁড়ার জন্য আসন
কামাররা দেয় কোরান ছবক। ক্কারির আসন নেই
আমরা এখন কাটাচ্ছি দিন অন্ধ মুলুকেই।

জ্ঞানির কাছে যায় না লোকে। স্তাবক ভরা দেশ
বধির এখন সেজে আছে আসমানি দরবেশ
হাততালিতে মঞ্চ কাঁপে, তাদের জন্য শোক
আহা! দেশজুড়ে আজ দেখছি শুধু অন্ধ কিছু লোক।

দার্শনিকের দর্শনে আজ নেই তো কারো খেয়াল
চতুর্দিকে যাচ্ছে দেখা মস্ত বড় দেয়াল
কী বিপর্যয় সামনে আছে। তার অবসান হোক
আগবাড়িয়ে হাঁটছে দেখো অন্ধ কিছু লোক।

 

 

 

দেশটা রসাতল.

      শামীম আহমদ চৌধুরী.

 

দলের নামে অন্ধ কেহ-

কেহ অন্ধ লীগ ,

গোয়াল  বন্ধি গরু  যেন-

কাদায়বন্ধিপিগ।

 

কর্মি বন্ধি  উচ্ছিস্টে  -

থাবায় ভুষি  কুড়া ,

কাক শকুনের   কাড়াকাড়ি -

বেহায়ামুখপোড়া।

 

বৃত্তশালী বিলেত  গেলো-

বাংলা উজাড় করে ,

পাইক্কারাও কম গেলোনা -

রাজার কান্দে  চড়ে।

 

ধুপের মত  জ্বলছ যারা  -

নানান  নেতার নামে,

দেশ বিদেশে বিত্ত বিভব-

মোদের রক্ত ঘামে।

 

ফরেন বীজের  বর্গি এরা-

বিষবৃক্ষের  ফল,

সুইস ব্যাঙ্ক সেকেন্ড-হুম -

দেশটারসাতল।

 

 

 

 

রক্ত চোষা জোঁক !
          শামীম আহমদ চৌধুরী।

থাবার ঊপর গাপুস গুপুস-
দেখলে গিলে চিনি ,
মালিক কে তার ধার ধারেনা -
খেলবে চিনি মিনি ।


হালুম হুলুম ব্যাংকের হাওয়া-
হাজার হাজার কোটি ,
মন্ত্রি বলেন "কি আর এমন -
সামান্য এক মুটি ।"


ব্যাঙ্ক বিমানে পেট ভরেনা -
পাহাড় নদী খেয়ে ,
লোকের ঘাড়ে ঝাপিয়ে পড়ে -
টাকার গনধ পেয়ে ।


পরের ঘামে জমান টাকায় -
হিংস্র লুলুপ চোখ ,
সব খেয়ে আজ কোটিপতি-
রক্ত চোষা জোঁক।

Image may contain: 1 person, smiling No photo description available.

 

 

 

    ইলেক্ট যিনি হবার পারেন-        
      কেউ না দিলেও ভোট,
      তার সাথে কি চলতে লাগে-      
      সামান্য পাসপোর্ট !!

   থাকলে পচন মাছের মাথায়-      
      অঙ্গে  পচন ধরে,
      বিচার বিহীন ভুতের আছর-       
      ভিত্তি কি  নড়বড়ে !!

              --------

             শামীম আহমদ চৌধুরী.
              তারিখ জুন ৯,২০১৯.

 

  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular

abc

Mar 04, 2023 41 সংবাদ