পাকিস্তানী লুটেরাদের হাত থেকে দেশ মাতৃকাকে রক্ষা করতে আমরা হারিয়েছি৩০ লক্ষ তরতাজা প্রাণ, লক্ষ-লক্ষ হতাহত আর অগণিত মা বোনের ইজ্জত। বিদেশি লুটেরাদের হাত থেকে রক্ষা করতে পারলেও আজ নিজের ঘরে জেগে ওটা লুটেরাদের হাত থেকে দেশ মাতৃকাকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আমলার অভিজ্ঞতা অর্জন.
শামীম আহমদ চৌধুরী।
জার্মানিটা ভ্রমন শেষে-
জৈষ্ট তিন আমলা,
অভিজ্ঞতার ঝুলি নিয়ে-
টার্মাকে নামলা।
লাইট ক্যামেরা ব্যস্ত হাতে-
প্রিন্ট মিডিয়ার লোক,
ব্রিফিং শুনে হেসে মরে -
"কেমন বড় ক্রুক!
; "ডিজিটাল ক্যা-মে-রা-
ইয়া বড় বাক্সো,
ব্যাটারিকে মনে হয়-
লাইফবয় লাক্সো।
; "তিন পায়ে ট্রিপড-
টানলে হয় লম্বা,
ল্যান্স যেন খালি পট-
ভিক্স কিম্বা জাম্বা'।"
; "ল্যাদারের ব্যাগে থাকে-
সাথে কড দুখানি,
ভিজে গেলে ন্যাপকিনে-
লাগে তারে শুকানী।"
বাই, বলে এখানেই -
নলেজের ইতি হয়,
পুরুটাই ধামাচাপা-
তাল ছাড়া গীতি হয়।
ভ্রমনের টি.এ. ডি.এ.-
সাথে ছুটি সপ্তার,
ক্যামেরাতো কেনা নয় -
যেন হেলিকপ্টার।
তিন জনেই নিয়ে ছিলো -
সাথে ফুল ফেমিলি,
খর্ছটা দিয়েছিল -
জার্মান ক্যামেলি।
ক্যামিলির শপটাতে-
সব কিছু মাগনা,
আইপড, স্টপওয়াচ-
চেয়ে ছিল ভাগনা।
জার্মান আসা যাওয়া-
পুরুটাই শিক্ষার,
তলা ছাড়া বাস্কেটে-
ঝুলি কেন ভিক্ষার?