পাকিস্তানী লুটেরাদের হাত থেকে দেশ মাতৃকাকে রক্ষা করতে আমরা হারিয়েছি৩০ লক্ষ তরতাজা প্রাণ, লক্ষ-লক্ষ হতাহত আর অগণিত মা বোনের ইজ্জত। বিদেশি লুটেরাদের হাত থেকে রক্ষা করতে পারলেও আজ নিজের ঘরে জেগে ওটা লুটেরাদের হাত থেকে দেশ মাতৃকাকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।