নবীগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজিতে শহরবাসীর নাভিশ^াস উঠেছে। গরম পড়তে না পড়তেই এখন প্রতিদিন রুটিন করে বিদ্যুত নেয়া হচ্ছে। কিসের ইফতার কিসের তারাহি ও সাহরি, সকল সময়ই হুট করে চলে যাচ্ছে বিদ্যুৎ। অথচ রমজানের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন রমজান প্রায় শেষের পথে হলেও শুরু থেকেই এমন পরিস্থিতি দেখা যায় হবিগঞ্জে। সামান্য বাতাস কিংবা বৃষ্টি হলেই সাথে সাথে চলে যায় বৃষ্টি। একবার চলে গেলে তা আসার নাম গন্ধ থাকে না। অফিসের জরুরি নম্বরে কিংবা নির্বাহী প্রকৌশলীকে একাধিক ফোন করলেও কোনো উত্তর মিলে না। যে কারণে পবিত্র রমজান মাসেও ভোগান্তির শেষ নেই নবীগঞ্জ শহরবাসীর। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ইচ্ছামাফিক বিদ্যুত নেয়ায় বাসা বাড়ির ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রিক সামগ্রী বিকল হচ্ছে। গত রবিবার থেকে গত মঙ্গলবার বিকাল পর্যন্ত বিদ্যুতের অবস্থা ভয়াবহ। শহরের মধ্য বাজার, নতুন বাজার, আশপাশের গ্রাম, চরগাও. গন্ধ্যা,রাজনগরসহ সবকটি এলাকায় বিদ্যুত একবার নিলে আসার নাম থাকে না। এতে অফিস আদালতসহ বাসা-বাড়ির কাজে ব্যাঘাত ঘটছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
নবীগঞ্জে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। প্রতি বছরের ন্যায় গতকাল মঙ্গলবার ২২ রমজান উপজেলার কুর্শী ইউনিয়নের সরকার বাড়িতে প্রায় তিনশতাধীক লোককে ইফতার করানো হয়েছে। এ সময় সরকার বাড়ির সকল মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মৌলানা মাসুক মিয়া। এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাষ্টের বর্তমান সভাপতি লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান সেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, আবুল কালাম মিঠু, ১০নং দেবপাড় ইউপির ইউপি সদস্য বশির আহমদ, এ.টি.এম ইউনুস মিয়া চৌধুরী, তোফাজ্জুল হোসেন চৌধুরী, তাহিরপুর মাদ্রাসার শিক্ষক মো: আব্দুল কাদির, আবুল মিয়া, ছোটন শিকদার, সাংবাদিক এম মুজিবুর রহমান, সাংবাদিক বুলবুল আহমেদ, সাগর মিয়া, গোলেমান খাঁন, মোঃ রাহি চৌধুরী, সুমন চৌধুরী, ব্যবসায়ী হাসান মাহদুদ চাইম, মামুন চৌধুরী, আকাব উদ্দিন মিয়া, মো: ছালেহ আহমেদ, শ্রমিক নেতা দিলখাছ, আব্দুল হালিম, কালাম মিয়া, রুজু মিয়া, সাদিক মিয়া, ব্যবসায়ী শাহ আশরাফ আলী, আবুল কালাম, নেফু মিয়া, বদরুল মিয়া, ডাক্তার রুহেল আহমদ, সিভিল ইঞ্জিনিয়ার জুনাঈদ আহমদ, হুমাউন আহমদ প্রমূখ।